3:52 pm , March 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালকে যানজট মুক্ত করার নতুন উদ্যোগ হিসেবে গড়িয়ার পাড় থেকে দপদপিয়া সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়ক প্রশস্থের কাজ শুরু হয়েছে। এতে নতুন আশার আলো দেখছেন ট্রাফিক পুলিশসহ পরিবহন সংশ্লিষ্টরা। মহাসড়ক প্রশস্তের কাজ শেষ হলে যানজট নিরশনসহ সড়ক দুর্ঘটনা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা বরিশাল রুটের দুই লেনের মহাসড়কে যানজট ও ভোগান্তি নিত্য দিনের। পদ্মা সেতু চালু হবার পর এ মহাসড়কে তিনগুণ যানবাহনের চাপ বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে যানজটও। তবে রাস্তা প্রশস্ত না থাকায় বেড়েছে সড়ক দুর্ঘটনাও। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, আগে শহরে ১৩ থেকে গাড়ি চলাচল করলেও বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৩৫ হাজারে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগরীর প্রবেশমুখে গড়িয়ার পাড় থেকে দপদপিয়া সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়ক প্রশস্তে কাজের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপরই শুরু হয় রাস্তার কাজ। দীর্ঘদিন অপেক্ষার পর মহাসড়ক প্রশস্তে কাজ শুরু হওয়াতে খুশি ট্রাফিক পুলিশ সহ পরিবহন সংশ্লিষ্টরা। যানজট নিরশনসহ সড়ক দুর্ঘটনা কমবে বলে জানান তারা। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আশা করছি সড়ক প্রশস্তের পর দুর্ঘটনা অনেক কমে যাবে। পাশাপাশি নিরসন হবে যানজট। বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, আশা করছি রাস্তার কাজ দ্রুত শেষ হবে। দ্রুত রাস্তা শেষ হলে যানজট নিরসন হবে। বিএমপির পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা এই ১১ কিলোমিটার রাস্তার যানজট নিয়ে বিপাকে ছিলাম। দ্রুতই রাস্তাটা সম্পন্ন হলে ট্রাফিক পুলিশের যানজট নিরসনে আরও সুবিধা হবে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, রোড মেজর মেনইটেন্যান্স প্রোগ্রাম নামের একটি প্রকল্পের মাধ্যমে ৫২ কোটি টাকা ব্যয়ে ২৪ ফুটের মহাসড়কটি ৫৪ ফুটে প্রশস্ত করা হবে। এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহফুজ খান উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।