হিজলায় শত শত পরিবার গৃহহীন, প্রধানমন্ত্রীর কাছে ঘর পাওয়ার আবেদন হিজলায় শত শত পরিবার গৃহহীন, প্রধানমন্ত্রীর কাছে ঘর পাওয়ার আবেদন - ajkerparibartan.com
হিজলায় শত শত পরিবার গৃহহীন, প্রধানমন্ত্রীর কাছে ঘর পাওয়ার আবেদন

4:08 pm , March 6, 2023

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় এখনো কয়েক‘শ পরিবার গৃহহীন হিসেবে জীবন যাপন করছে। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে শংকর পাশা গ্রামের শফিক মাঝির স্ত্রী শারমিন বেগম ,আলমগীর চৌকিদারের স্ত্রী রেহেনা বেগম ,জাকির হোসেনের স্ত্রী ফারজানা আবদুল মালেক রাঢ়ির ছেলে মনির হোসেন ,আইয়ুব আলীর ছেলে শামসুদ্দীন, রনির স্ত্রী জাকিয়া বেগম, নাছির মাঝির মেয়ে রুমা বেগম , মৃত আসাদ আলীর ছেলে হুমায়ন কবীর লিটন সহ শতাধিক পরিবার গৃহহীন জীবনযাপন করছেন। এই পরিবার গুলো একাধিকবার নদী ভাঙ্গনের শিকার হয়ে চরাঞ্চলের শংকর পাশা ও মাটিয়ালা গ্রামের বিভিন্ন বাড়িতে মানবেতর জীবন যাপন করছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা গৃহহীন কেউ থাকবেনা। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এসব পরিবার একটি ঘর পাওয়ার জন্য আবেদন করেন।
শংকরপাশা গ্রামের গৃহহীন শারমিন বেগম বলেন, আমার স্বামী একজন স্বল্প আয়ের মানুষ। আমার পরিবারে ৫ জন সদস্যদের ভরণপোষন করার পর বাড়তি কোন আয় না থাকায় একটি ঘর তুলতে পারছি না। দুই বছর আগে মাটি কেটে ভিটে তৈরী করলেও টাকার অভারে ঘর তুলতে পারছি না। যদি সরকারী দেওয়া একটি ঘর পাই তাহলে আমার পরিবার উপকৃত হবে। একই গ্রামের মালেক রাঢ়ি জানায় তার ছেলে ও ছেলের বউ এই ভিটায় বসবাস করতো। বন্যায় ঘর ভেঙ্গে যাওয়ায় টাকার অভাবে সংস্কার করতে না পেরে ঢাকায় পরিবার নিয়ে চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ গৃহহীন থাকবে না। তাই পর্যায়ক্রমে সকল ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেওয়া হবে। উপজেলায় অনেক গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT