4:06 pm , March 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহাসিক ৭ মার্চ ব্যাপকভাবে পালনের লক্ষ্যে দিনভর নানা আয়োজন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। ৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করবেন সিনিয়র নেতারা। সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর কার্যালয়ে এবং মহানগরীর ৩০টি ওয়ার্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সম্প্রচারের আয়োজন করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন।