ঢাকা-বরিশাল রুটে যুক্ত হলো দেশের বিলাস বহুল সার্ভিস ‘এনা পরিবহন’ ঢাকা-বরিশাল রুটে যুক্ত হলো দেশের বিলাস বহুল সার্ভিস ‘এনা পরিবহন’ - ajkerparibartan.com
ঢাকা-বরিশাল রুটে যুক্ত হলো দেশের বিলাস বহুল সার্ভিস ‘এনা পরিবহন’

4:02 pm , March 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পদ্মা সেতু চালু হবার পর দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জন্য সড়ক পথে যাতায়াতের এক নব দিগন্ত উম্মোচন  হয়েছে। স্বল্প সময় ও নিজ চোখে পদ্মা সেতু অবলোকন করা সব কিছু বিবেচনায় রেখে দখিনের যাত্রীরা ঢাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভ্রমনের জন্য সড়ক পথকেই বেছে নিবে এমন ধারণা ছিলো বাস মালিক তথা পরিবহন সেক্টরে। হয়েছেও ঠিক তাই। সেতু উদ্বোধনের পর বরিশাল থেকে ঢাকাসহ অন্যান্য রুটে যাত্রী বেড়েছে কয়েক গুন। পরিবহন সেক্টরে বড় বড় কোম্পানী তাদের বাস যুক্ত করেছে বরিশালসহ দখিনের বিভিন্ন রুটে। একটু দেরীতে হলেও ওই বহরের সাথে যুক্ত হয়েছে দেশের অন্যতম বিলাস বহুল পরিবহন ‘এনা’। সম্পূর্ন (বডি থেকে ইঞ্জিন) নতুন ৮টি বাস দেওয়া হয়েছে শুধু বরিশাল-ঢাকা রুটের জন্য। গতকাল সোমবার জোহরবাদ দোয়া মিলাদের মধ্য দিয়ে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহনটির যাত্রার উদ্বোধন করা হয়। বিকেল ৩ টায় প্রথম ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করে কোম্পানীর ৪০ সিটের বিলাসবহুল একটি নতুন বাস।
পরিবহনটির বরিশাল কাউন্টারের ম্যানেজার মিরাজ জানান, বরিশালে এই প্রথম এনা পরিবহনের বাস যুক্ত হলো। আমরা শুরুতে ৮ টি বাসের সংযোজন করেছি। আপাতত বরিশাল থেকে শুধু গুলেস্থান,সায়েবাদ যাত্রী পরিবহন করা হবে। কিছু দিন পর ঢাকা-বরিশাল-কুয়াকাটা, বরিশাল টু গাজিপুর,মিরপুর রুটে বাস চালু করা হবে। তিনি বলেন, বাংলাদেশে আমাদের বাসে অত্যাধুনিক সব সুবিধার পাশাপাশি যাত্রী নিরাপত্তার জন্য রয়েছে জিপিএইচ সিস্টেম। যার মাধ্যমে চালক স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে এবং রুট পরিবর্তন করলে কর্তৃপক্ষের কাছে সাথে সাথে সিগন্যাল চলে যাবে এবং কর্তৃপক্ষ মুহুর্তেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন, আপাতত নন এসি বাস দিয়ে যাত্রা শুরু করেছি। তবে খুব দ্রুত এসি বাস যুক্ত হবে বহরে। নন এসি বাসের ভাড়া বরিশাল থেকে ঢাকা ৫’শ টাকা নির্ধারন করা হয়েছে। আর এসি বাসের ভাড়া যুক্ত হবার পর নির্ধারন করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৫ টা থেকে রাত ১০ পর্যন্ত এক ঘন্টা পর পর ট্রিপ দিবে পরিবহনটি। কিছু দিন পর আধাঘন্টা পর পর ট্রিপ দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। টিকিট বুকিংসহ যে কোন প্রয়োজনে যাত্রীদের ০১৯৫৮১৩৫২৯৯ এবং ৯৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
জানা গেছে ১৯৮৪ সালে এনা পরিবহনের যাত্রা  শুরু মাত্র একটি বাস দিয়ে। ঢাকার মিরপুর-গুলিস্তান রুটে চলাচল করত বাসটি। বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে আন্তঃজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ কোম্পানি হয়ে উঠেছে এনা পরিবহন। প্রতিষ্ঠানটির মালিকানায় এখন আড়াইশর মতো বাস রয়েছে। কোম্পানির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একজন পুরাতন বাস ব্যবসায়ী এবং ঢাকা কেন্দ্রীয় বাস মালিক সমিতির একজন শীর্ষ নেতা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT