4:01 pm , March 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা। আয়োজনমালায় থাকছে আলোচনা/সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ০৮:২০ মিনিটে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘এই সেই ৭ মাচ’ ; সকাল ০৮:৩০ মিনিটে গীতিনকশা ‘মুক্তির বারতা’ ; সকাল ০৯:৪৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘অগ্নিঝরা মার্চ’ ; সকাল ১০:০৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘৭ই মার্চের ভাষণ-বাঙালির মুক্তির সনদ’ ; বিকেল ০৪:০৫ মিনিটে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘আর দাবায়ে রাখতে পারবা না’ ; বিকেল ০৪.৪০ মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ ; সন্ধ্যে ০৬:৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘রাজনীতির কবি বঙ্গবন্ধু’ ; রাত ১০:৪৫ মিনিটে বিশেষ ‘বেতার বিবরণী’। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশ বেতার ঢাকা থেকে রীলে করা হবে বিকেল ০৩:২০ মিনেটে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে।