4:00 pm , March 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ৩৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ গোলাম রব্বানী আলিফ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে নগরীর সাধুর বটতলা থেকে রোববার দিবাগত রাতে আটক করা হয় তাকে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক এনায়েত হোসেন। আটক আলিফ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, সাধুর বটতলা এলাকার মিম ফার্নিচারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এসময় গাড়িতে অবস্থান করা আলিফকে আটক ও মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় সহকারী পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে নগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।