3:59 pm , March 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নেশা জাতীয় ইনজেকশন সহ নগরী থেকে দুইজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বরিবার রাতে অক্সফোর্ড মিশন রোডস্থ মুন্সি গ্যারেজ মেহের ম্যানশন এর গলির মাথায় মিরাজ মিয়ার টিন সেড ঘড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হল ঝালকাঠির মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ হানিফুর রহমান হৃদয় (৩৪) এবং বাকেরগঞ্জের মৃত আঃ রাজ্জাক তালুকদারের ছেলে মোঃ আফজাল ওয়াহিদ আবীর (৩৪)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হানিফ সিকদার ও সাথের ফোর্স এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।