3:56 pm , March 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার তালতলী বাজার এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৫৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ৬ মার্চ সোমবার ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময়ে দুইটি অটোরিকশা জব্দ ও চালকদের আটক করা হয়। আটককৃত চালকরা হলেন সফি মিয়ার গ্যারেজ সংলগ্ন রাঢ়ী মহল এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে মোঃ সোহেল (৩৫) ও মহরব গাজীর ছেলে মোঃ চুন্নু গাজী (৪০)। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজিএস বগুড়া কর্তৃক কন্টিনেন্ট কমান্ডার পিও মোঃ আতিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।