3:50 pm , March 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক বরিশালের সাংবাদিকদের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বরিশালের ১৭ জন সাংবাদিকের মাঝে এই অনুদানের চিক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াসসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।