3:19 pm , March 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে ফেন্সিডিলসহ আলী আজিম (২৭) নামে এক মাদক বিক্রেতাকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে রোববার সকালে স্থানীয় ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আতাকাঠী এলাকা থেকে গ্রেপ্তার করে। আলী আজিম বরিশাল নগরের বটতলা নবগ্রাম রোডের হাফেজ মাওলানা আবদুল্লাহ’র ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. মোস্তফার নেতেৃত্বে উপ-পরিদর্শক মো. মাহমুদ হাসান, এসআই মজিবুর রহমান এবং এএসআই সোহেল রানা অভিযান চালিয়ে আলী আজিমকে ১০৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তী তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।