ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

3:18 pm , March 5, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময়  মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্ন থাকায় শহীদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, ভাইভাই স্টোরকে ২হাজার টাকা, নিমাই মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার টাকা, রহমত স্টোরকে ৪হাজার টাকা, সুমন মিয়াকে ২হাজার টাকা, মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরকে ৪হাজার টাকাসহ ৮টি প্রতিষ্ঠানকে ১৮হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT