3:17 pm , March 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যের বাড়িতে হামলা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উত্তর বদরপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পরিবারের সদস্য সহকারী উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, তিনি পুলিশে ও তার ছোটভাই রাসুল কিবরিয়া নৌ-বাহিনীতে চাকুরি করেন। তাই তারা কর্মস্থলে থাকেন। তাদের বাবা মো. ইউসুফ হাওলাদার ও মা বাড়ী থাকেন। তাদের সাথে জমি নিয়ে প্রতিবেশি ফজলু হাওলাদারের সাথে বিরোধ রয়েছে। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে ফজলু হাওলাদার, তার ভাই মো. জসিম হাওলাদার এবং চাচা হানিফ হাওলাদারসহ ৭/৮জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। হামলকারীরা ঘরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘরের সামনের জানালা কুপিয়ে এবং পিটিয়ে ভাঙচুর করে। তিনি ট্রিপল নাইনে কল করেন। পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে যাওয়া পটুয়াখালী সদর থানার এএসআই পিন্টু বলেন, জমিজমা নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। হামলার সময় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলকারীরা সংঘবদ্ধ ইটপাটকেল নিক্ষেপ করেছে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ৯৯৯ থেকে কল পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই হামলাকারীরা পালিয়ে গেছে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।