বরিশাল থেকে ছেড়ে যাওয়া বিমানের চাকা পাংচার: জরুরি অবতরণ বরিশাল থেকে ছেড়ে যাওয়া বিমানের চাকা পাংচার: জরুরি অবতরণ - ajkerparibartan.com
বরিশাল থেকে ছেড়ে যাওয়া বিমানের চাকা পাংচার: জরুরি অবতরণ

3:12 pm , March 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে  যাওয়া একটি এয়ারক্রাফটের চাকা পাংচার হয়েছে। তবে এটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। রোববার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারক্রাফট ইমার্জেন্সি অবতরণ করার সংবাদ পেলে সাহায্যের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। এয়ারক্রাফটটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নিরাপদে অবতরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। একটি ছোট বি-৩৫০ এয়ারক্রাফট ছিল, যেটি একটি বিশেষ ক্যালিব্রেশন ফ্লাইট পরিচালনা করছিল। অবতরণ করার আগে এয়ারক্রাফটটির চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটে। সেখানে কোনো যাত্রী ছিল না। দুজন পাইলট ছিলেন। তারা সম্পূর্ণ নিরাপদে আছেন। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে ফ্লাইটটি নিরাপদে রানওয়েতে অবতরণ করেছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT