পিকনিট পার্টিতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোয় বাঁধা দেয়ায় পুলিশের উপর হামলা পিকনিট পার্টিতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোয় বাঁধা দেয়ায় পুলিশের উপর হামলা - ajkerparibartan.com
পিকনিট পার্টিতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোয় বাঁধা দেয়ায় পুলিশের উপর হামলা

3:27 pm , March 4, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জে পিকনিক পার্টিতে বাবুগঞ্জ থানা পুলিশ বাঁধা দেয়ায় গ্রামবাসী পুলিশের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ  ঘটনায় ৬ জনকে গেফতার করেছে পুলিশ। এএসআই নাসির উদ্দিন বাদি হয়ে ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেণ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার দেহেরগতি ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাহিনুল বেগমের বাড়িতে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টা থেকে মাহিনুল বেগমের বাড়িতে পিকনিক পার্টিতে উচ্চস্বরে বাজনা বাজানো হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বিষয়টি বাবুগঞ্জ থানার ওসিকে অবহিত করেন। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গানবাজনা উচ্চস্বরে বাজাতে নিষেধ করায় স্থানীয় যুবক ও মহিলাদের সাথে  পুলিশের  হাতাহাতি শুরু হয়।
পরে থানা পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৬জনতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন : আকাশি বেগম(৩৫) রাশিদা বেগম(৪৫) মালা আক্তার (২২) মারুফ হোসেন(১৪), হাসিব(১৫) সাব্বির(১৪)।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT