বরিশাল থেকে ছিনতাই হওয়া সিএনজি বাবুগঞ্জ থেকে উদ্ধার বরিশাল থেকে ছিনতাই হওয়া সিএনজি বাবুগঞ্জ থেকে উদ্ধার - ajkerparibartan.com
বরিশাল থেকে ছিনতাই হওয়া সিএনজি বাবুগঞ্জ থেকে উদ্ধার

3:24 pm , March 4, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল থেকে ছিনতাই হওয়া সিএনজি বাবুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন : গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের মোঃ নুরুল ইসলাম সরদারের ছেলে ছত্তার সরদার (৩০), মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের এনায়েত হোসেন ভূঁইয়ার ছেলে তারেক (২৮), আগৈলঝাড়া উপজেলার বড় ভাসাই গ্রামের রহম আলী ঘরামীর ছেলে ইলিয়াচ ঘরামী (২৬), বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মুন্না হাওলাদার (২২)। আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে চারজন ছিনতাইকারী বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে  বরিশাল (মেট্রো থ-১১Ñ১৭৭৮ নন্বর) সিএনজি ভাড়া করে আগৈলঝাড়ার উদ্দেশ্যে আসেন। ছিনতাইকারীরা রাত ২টার দিকে আগৈলঝাড়া উপজেলার ভালুকা বাজারের কাছে পৌঁছলে ছিনতাইকারীরা সিএনজি চালক কুদ্দুস খানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। চালক কোনোভাবে হাতে রশি খুলে আগৈলঝাড়া থানায় গিয়ে একটি  ছিনতাইয়ের অভিযোগ করেন। আগৈলঝাড়া থানা পুলিশ ছিনতাই হওয়ার বিষয় বিভিন্ন থানাকে অবহিত করেন। সিএনজি ছিনতাইয়ের সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার এসআই আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে বাবুগঞ্জ ব্রিজের কাছে অবস্থান নেয়। শনিবার ভোর ৬টার দিকে ছিনতাই হওয়া সিএনজিসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান  জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT