3:21 pm , March 4, 2023
সভাপতি সুনীল বরণ হালাদার-সাধারণ সম্পাদক আবুল কালাম
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ। প্রধান অতিথি বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শিক্ষকদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি নিজের ও দলের নি:শর্ত সমর্থন ব্যক্ত করেন। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের সম্পূর্ণ বিরোধী তিনি। শিক্ষা প্রতিষ্ঠান চলবে নিজস্ব গতিতে এবং এর কোন ব্যতিক্রম ঘটবে না বলে তিনি সমবেত শিক্ষকদের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখে কাজ করার আশ্বাস প্রদান করেন।
সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী শিক্ষক নেতা বেসরকারি শিক্ষকদের শিক্ষা জাতীয়করণের এক দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, এ দাবি শুধু শিক্ষকদের নয়, জনতার দাবি। এ দাবি মেনে নিলে ছাত্ররা উপকৃত হবে, অভিভাবকগণ উপকৃত হবেন। তিনি জানান, আগামী ৮ মার্চ কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা জাতীয় করণের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ পর্যায়ে তিনি প্রাথমিকভাবে শিক্ষকদের কিছু প্রস্তুতিমূলক কাজ করার পরামর্শ প্রদান করেন। সর্বশেষ নির্বাচনী অধিবিশনে কেন্দ্রীয়ভাবে মনোনীত রিটার্ণিং অফিসার মোস্তফা জামান খানের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিষয় নির্বাচনী কমিটি কর্তৃক উত্থাপিত একটি মাত্র প্যানেল থাকায় সুনীল বরণ হালাদারকে সভাপতি, মো: রফিকুল ইসলামকে সিরিয়র সহ-সভাপতি, আবুল কালামকে সাধারণ সম্পাদক, মো: আসাদুল আলম আসাদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুর রশীদকে অর্থ সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়।