তত্ত্বাবধায়ক সরকারের দাবী আওয়ামী লীগের ছিলো -শাহজাহান ওমর তত্ত্বাবধায়ক সরকারের দাবী আওয়ামী লীগের ছিলো -শাহজাহান ওমর - ajkerparibartan.com
তত্ত্বাবধায়ক সরকারের দাবী আওয়ামী লীগের ছিলো -শাহজাহান ওমর

3:19 pm , March 4, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম বলেছেন, সাধারণ মানুষ যদি মনে করেন আমাদের আন্দোলন তাদের পক্ষে তাহলে সবাইকে আমাদের সাথে শরীক হবার অনুরোধ জানাচ্ছি। আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি তুলেছি তাতো একসময় আওয়ামী লীগেরই অন্যতম দাবী ছিল। আমরাতো তাদের সেই দাবী পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছি। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল শনিবার বরিশালের আমতলা মোড়ের পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান ওমর আরো বলেন, আমরা তাদের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলাম। তাহলে এখন সেই একই দাবী নিয়ে তারা কেন তালবাহানা করছে প্রশ্ন তুলে শাহজাহান ওমর বলেন, কাদের সাহেব বারবার খেলার কথা বলেন। আপনি কি খেলতে চান? হাডুডু,  দাড়িয়াবান্ধা,  নাকি ক্রিকেট, ফুটবল। মাঠ ঠিক করে খেলার নিয়ম মেনে চলার শর্তে আসুন,  খেলবো আমরা।
শাহজাহান ওমর এসময় মজা করে বলেন, যারা আজ পদযাত্রাকে মরণযাত্রা বলছেন তারা ভুলে গেছেন যে, তারা একসাথে ১৭৩ দিন মরণযাত্রা করেছেন। এগুলো মূর্খের কথাবার্তা বলে উল্লেখ করেন তিনি।
বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে বরিশালে বিএনপির পদযাত্রা মহানগরীর ৩টি স্থান থেকে একযোগে শুরু হয়। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কর্মসূচীতে অংশ নেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ সমর্থকরা এ পদযাত্রায় উৎসব আমেজ তৈরি করেন। তারা নেচে গেয়ে, শ্লোগান তুলে মাতিয়ে তোলেন আশেপাশের অলিগলি। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে শনিবার সারাদেশে একযোগে এই পদযাত্রার আয়োজন করে বিএনপি। এতে সমমনা দলগুলোর অংশগ্রহণ করার কথা থাকলেও বরিশালে তা দেখা যায়নি। বরিশালের আমতলা মোড়ে স্বাধীনতা পার্ক থেকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর এর নেতৃত্বে কোতয়ালি থানার পদযাত্রা কমসূচী শুরু হয় সকাল সাড়ে এগারোটায়। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবীর, যুগ্ম আহবায়ক কেএম শহীদুল্লাহ , যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জাকির হোসেন নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুবদল নেতা মোঃ আলমগীর, সালাউদ্দিন নাহিদ, সাবেক ছাত্রদল নেতা নাজমুল হোসেন ছবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ।  পদযাত্রাটি চাঁদমারি এলাকায় গিয়ে শেষ হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ারের নেতৃত্বে পদযাত্রা: কাউনিয়া থানা বিএনপি  ও কাউনিয়া থানার পদযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে হবার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি না আসায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ারের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি টেক্সটাইল মোড় থেকে শুরু হয়ে আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড়ে এসে শেষ হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবে নাসের রহমতুল্লাহ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন ও মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিনসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেণ। এতে সভাপতিত্ব মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ।
এয়ারপোর্ট থানাধীন এলাকার কাশিপুরের পদযাত্রা : অপরদিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকার কাশিপুরের পদযাত্রা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল। বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী খান লেলিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়া উদ্দীন সিকদার,  মহানগর বিএনপির সদস্য সাইফুল আনাম বিপু, আব্দল হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT