3:28 pm , March 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে মার্চের সকল কর্মসূচী যথাযত মর্যাদায় পালনের উদ্দেশ্যে প্রস্তুতি সভা হয়েছে। নগরীর কালীবাড়ি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর এর সভাপতি এ্যাড একেএম জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে ছিলেণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ৩০ টি ওয়ার্ড এর সভাপতি/সাধারণ সম্পাদক, সিটি করপোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দসহ ছাত্রলীগ এর সকল নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বাংলা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সভার সকল নেতৃবৃন্দের আলোচনার আলোকে অগ্নিঝড়া মার্চ উদ্যাপন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব প্রদান করেন। আগামি ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে বাইসাইকেল র্যালীসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।