3:26 pm , March 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি বরিশাল মহানগরের অন্তর্গত থানা সমুহের পদযাত্রার কর্মসূচী অনুষ্ঠিত হবে আজ। সকাল সারে ১০ টায় নগরীর ৩ টি স্পট থেকে একযোগে পদযাত্রা শুরু করবেন নেতৃবৃন্দ। কোতয়ালি মডেল থানার পদযাত্রা আমতলা মোর পানির ট্যাংকি থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হাবিবুন নবি খান সোহেল ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির’র নেতৃত্বে শুরু হয়ে চাঁদমারি এলাকায় শেষ হবে। কাউনিয়া থানার পদযাত্রা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাব চৌধুরি, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও মাহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক এর নেতৃত্বে টেক্সটাইল মোর থেকে শুরু হয়ে আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোরে শেষ হবে। এয়ারপোর্ট থানার পদযাত্রা কাশিপুর বাজার থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবু, হাবিবুর রহমান টিপু নেতৃত্বে শুরু হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে শেষ হবে।