3:34 pm , March 2, 2023

লালমোহন প্রতিবেদক ॥ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ভোলার লালমোহন উপজেলা প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনির মেয়ে তাসনিম তাহসিন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। তাহসিনের এ অর্জনে সাংবাদিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা তার সফলতা কামনা করেছেন।
অন্যদিকে, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়ে তাহসিনসহ ২জন ট্যালেন্টপুল ও ৯ জন সাধারণ বৃত্তি পায়। এছাড়া এবছর লালমোহন উপজেলার ২১০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০টি ট্যালেন্টপুল এবং ১২৭ টি সাধারণ বৃত্তি অর্জন করে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।