3:32 pm , March 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি বছরের এমবিবিএস চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন সাংবাদিক হুমায়ুন কবিরের মেয়ে নুজায়রা কবির । সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ,ফরিদপুর থেকে এমবিবিএস পাস করেছেন। নুজায়রা কবির ২০১৩ সালে বরিশাল সরকারী বলিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৫ সালে বরিশাল সরকারী মহিলা কলেজ থেকে এইচ,এস,সিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হয়েছিলেন। নুজায়রা কবিরে বাবা মোঃ হুমায়ুন কবির এটিএনবাংলা ও এটিএন নিউজের স্টাফরিপোটার ও তার মা একজন সরকারী চাকুরীজীবী। তার গ্রামের বাড়ী বরিশাল সদর উপজেলার চরমোনই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে। সে সকলের দোয়াপ্রার্থী।