3:26 pm , March 2, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুরে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) মাদ্রাসা পরিচালনার জন্য কমিটি গঠন ও অন্যান্য সিদ্ধান্ত গ্রহনের জন্য মাদ্রাসা ভবনে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোতায়ালী পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং মতামত ব্যাক্ত করেন মাওলানা মোঃ নূরুর রহমান বেগ, মাওলানা মোঃ ওবায়দুর রহমান মাহবুব, এ্যাডভোকেট জাহাঙ্গীর, মাওলানা মোঃ আহমদ আলী কাশেমী, মাওলানা মোঃ নূরুল ইসলাম, মাওলানা মোঃ সানাউল্লাহ মাহমুদী, মাওলানা মোঃ সাইদুর রহমান কাশেমী, মুফতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগ সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ দ্বীনদার ব্যাক্তিবর্গ। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসাটি কওমী মাদ্রাসা নামে এবং প্রারম্ভে নূরানী শাখা ও হেফজ খানা চালূ করা হবে বলা হয়। মাদ্রাসাটি সুষ্টু ও সুন্দরভাবে পরিচালনার জন্য নিম্মে উল্লেখিত পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির আহবায়ক হলেন মাওলানা মোঃ নূরুর রহমান বেগ. সদস্য সচিব মাওলানা মোঃ সাইদুর রহমান কাশেমী, সদস্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহাঙ্গীর, মাওলানা মোঃ ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোঃ আহমদ আলী কাশেমী, মাওলানা মোঃ নূরুল ইসলাম, মাওলানা মোঃ সানাউল্লাহ মাহমুদী ও মাওলানা মোঃ সাইদুর রহমান কাশেমী।