শ্লীলতাহানির মামলায় কারাগারে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার শ্লীলতাহানির মামলায় কারাগারে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার - ajkerparibartan.com
শ্লীলতাহানির মামলায় কারাগারে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার

4:16 pm , March 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শ্লীলতাহানি মারধরের মামলায় বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক বেগম পলি আফরোজ তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাসুদ মিয়া। মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন মুকুন্দপট্টি এলাকার তানভির হাসান শাকিলের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো একই এলাকার মৃত মোবারক আলীর ছেলে আলী হায়দার। স্ত্রীকে কুপ্রস্তাবের বিষয়টি তানভির হাসান শাকিল জানতে পেরে আলী হায়দারকে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়। ঘটনার দিন গত ১৩ জানুয়ারী সন্ধ্যা ৬টায় এয়ারপোর্ট থানাধীন ঝরঝরিয়া তলা বাজারে শাকিলের উপর অতর্কিত হামলা চালায় আলী হায়দার ও তার বাহিনী। এ সময় শাকিলকে এলোপাথারি মারধর করে তারা। শাকিলের স্ত্রী এগিয়ে আসলে তার শ্লীলতাহানি ঘটায়। শাকিলের সঙ্গে থাকা মোটরসাইকেলটি ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। পরে অন্যান্য সাক্ষিরা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শাকিলের স্ত্রী বাদী হয়ে আলী হায়দারসহ নামধারী ১০ ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার আদালতে জামিনের আবেদন করলে বিচারক আলী হায়দারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT