4:13 pm , March 1, 2023
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ জাতীয় পার্টি জেপির চেয়ারম্যন ও পিরোজপুর-২ আসনের সাংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে বিভিন্ন প্রপাকান্ডা ছড়ানোর প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড (কালেমা চত্ত্বর) থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহিদ মিনার চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জাতীয় পার্টি জেপির সিনিয়র সহ সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয় পার্টি জেপির সহ সভাপতি ও গৌরীপুর ইউপি সদস্য মজিবুর রহমান চৌধুরী, পৌর জাতীয় পার্টি জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জামাল সরদার, জাতীয় যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভী, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর ছাত্র সমাজের আহবায়ক মাহবুব শরীফ শুভ প্রমূখ।