সপ্তাহে ৪টি ফ্লাইট চলবে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৪টি ফ্লাইট চলবে বাংলাদেশ বিমানের - ajkerparibartan.com
সপ্তাহে ৪টি ফ্লাইট চলবে বাংলাদেশ বিমানের

3:52 pm , March 1, 2023

ঢাকা-বরিশাল-ঢাকা রুটে
বিশেষ প্রতিবেদক ॥ অবশেষে বরিশাল সেক্টরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী বান্ধব সময়সূচীতে ফিরছে। তবে এজন্য অপেক্ষা করতে হবে আরো অন্তত ২২ দিন। কিন্তু দক্ষিণাঞ্চলবাসীর দাবী অনুযায়ী বরিশাল সেক্টরে দৈনিক ফ্লাইট আপাতত চালু হচ্ছে না। উপরন্ত বুধবার থেকে বরিশাল সেক্টরে বিমানের ভাড়া ২শ টাকা বাড়িয়ে ৩২শ টাকা করা হয়েছে। কিন্তু বেসরকারী নভোএয়ার একই দিন থেকে ২৮শ টাকায় ফ্লাইট পুণর্বহাল করেছে বরিশাল সেক্টরে। অপর বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলা বরিশাল সেক্টরে সর্বনি¤œ ভাড়া ৩ হাজার টাকাই বহাল রাখছে।
আগামী ২৩ মার্চ থেকে দক্ষিণাঞ্চলের একমাত্র আকাশ পথে জাতীয় পতাকাবাহী বিমানের গ্রীষ্মকালীন সময়সূচীতে কিছুটা পরিবর্তন আনার পাশাপাশি বর্তমানে সপ্তাহের ৩টি ফ্লাইট ৪টিতে উন্নীত করছে বলে জানা গেছে। সময়সূচীতেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে বৃহস্পতি, শুক্র ও রোবববার বরিশাল সেক্টরে বিমান দুপুরের দিকে ফ্লাইট পরিচালনা করছে। যা মোটেই যাত্রী বান্ধব নয়। তবে  ২৩ মার্চ থেকে শনিবারে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ তথ্য বিমানের  দায়িত্বশীল সূত্রের। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী বিমান বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সোয়া ৪টায় ও বরিশাল থেকে বিকেল সাড়ে ৫টায় এবং শুক্র, শনি ও রোববার ঢাকা থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ও বরিশাল থেকে সকাল সাড়ে ৯টায় ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। পরিবর্তিত এ সময়সূচীকে সাধারন যাত্রীরা সাধুবাদ জানিয়ে অবিলম্বে দেশের অন্য সব সেক্টরের সাথে দূরত্ব ভেদে বরিশাল সেক্টরে ভাড়া নির্ধারন করে দৈনিক নিয়মিত ফ্লাইট প্রবর্তনের দাবী জানিয়েছেন। বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও ইসমাইল হোসেন নেগাবান ও চেম্বার অব কমার্স এর সভাপতি সাইদুর রহমান রিন্টু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের নিয়মিত ফ্লাইট চালু এবং দেশের অন্যসব অভ্যন্তরীণ সেক্টরের সাথে দূরত্ব বিবেচনায় নিয়ে ন্যায্য ভাড়া প্রবর্তনের  দাবী জানিয়েছেন। পাশাপাাশি ঢাকা-বরিশাল-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-চট্টগ্রাম-বরিশাল-ঢাকা সহ ঢাকা-বরিশালÑযশোর-ঢাকা ও ঢাকা-যশোর-বরিশাল-ঢাকা রুটে বিমান ফ্লাইট পরিচালনার দাবী জানান তারা।
১৯৯৫ সালের ৩ ডিসেম্বর বরিশাল বিমানবন্দর ও জাতীয় পতাকাবাহী বিমান ফ্লাইট চালুর পরে দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে ২০২১ সালের ২৬ মার্চ বরিশাল সেক্টরে বিমানের দৈনিক ফ্লাইট চালু হয়েছিল। সেই থেকে অন্য দুটি বেসরকারী এয়ারলাইন্স-এর সাথে সুষ্ঠু প্রতিযোগীতার মাধ্যমে এ সেক্টরে বানিজ্যিক ফ্লাইট পরিচালন অব্যাহত রাখছিল রাষ্ট্রীয় বিমান। অভিযোগ রয়েছে, গত বছর ২৭ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পরে একটি মহলের অপ তৎপরতায় বরিশাল সেক্টরকে বেসরকারী এয়ারলইন্স এর মনোপলি ব্যবসার লক্ষ্যে বিমান বন্ধের তৎপরতা শুরু হয়।  নানামুখি আত্মঘাতি কর্মকান্ড ও যাত্রীবান্ধব সময়সূচী থেকে সরে আসার পরেও গত বছর বরিশাল সেক্টরে বিমানের যাত্রী ভ্রমনের হার ছিল ফ্লাইট প্রতি ৭০ শতাংশের বেশী। এমনকি বরিশাল সেলস অফিসে রাজস্ব আয় এখনো লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুন বলে জানা গেছে।
এসব ব্যাপারে বিমানের বরিশাল সেলস অফিসের জেলা ব্যাবস্থাপকের সাথে আলাপ করা হলে তিনি কোন মন্তব্য না করে বলেন, এখনো নতুন সময়সূচী তাদের কাছে পৌঁছেনি। বলে ফ্লাইট বৃদ্ধিসহ যাত্রী বান্ধব সময়সূচীতে ফেরার লক্ষ্যে কাজ চলছে।
পাশাপাশি ‘বরিশাল সেক্টরের সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত’ করার কথাও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT