3:27 pm , February 28, 2023

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গত ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী ৩ দিনের শান্তি সমাবেশ ঘোষণা দেয় যুবলীগ। তারই অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের নতুনহাট নামক এলাকায় যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও যুবলীগ নেতা মাঝি মাসুম রেজার উদ্যোগে এ শান্তি সমাবেশে নেতারা বলেন, সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ কাজ করে যাবে। বিএনপি-জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার পাশে থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে যুবলীগ। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই ঘরে ফিরবে যুবলীগ। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর-মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ(বীর প্রতিক), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, যুবলীগ নেতা নজিবুর রহমান রচি, ছাব্বির হোসেন বড় মিয়া, ছাত্রলীগ নেতা মুমিন হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা, মাধবপাশা ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।