3:26 pm , February 28, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল-এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষাণার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন ও সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী বক্তব্য রাখেন। বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন। জেলা সাংস্কৃতিক উৎসবে শহিদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল শিশু একাডেমির প্রশিক্ষাণার্থীরা অংশগ্রহণ করেন।
ছাদেকুল আরেফিন বলেন, বায়োগ্যাস প্লান এবং নদী তীরবর্তী এলাকায় উইন্ডমিলের ব্যবহার নিয়েও আমাদের গবেষণারে পর্যালোচনা চলছে। গবেষণার ফলাফল নিয়ে আমরা সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানাবো।