3:25 pm , February 28, 2023
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় আওয়ামী যুব লীগের উদ্দোগে একই সময়ে ৫ ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুব লীগের আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়নে একই সময়ে শান্তি সমাবেশে উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন বৈষ্ণব ভোলার সভাপতিত্বে পয়সারহাট বাস স্টান্ডে (পূর্বপার) শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, সহ-সভাপতি বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মনির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু বক্কর পাইক, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক বিপ্লব বাড়ৈসহ প্রমুখ। বাকাল ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সালেহ মোঃ লিটন বলেন আমরা ৭৫ এর ১৫ই আগষ্ট, ৩রা নভেম্বর, ২১ শে আগষ্ট ও ২০০১-এ বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের কথা, ভুলে যাইনি তাদের নির্যাতনের কথা। ওরা বাবার চোখের সামনে মেয়েকে ধর্ষন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত থাকবে। আমরা যত দিন বেচে আছি রাজ পথে থাকব। ওরা প্রধান মন্ত্রীকে ২০বার হত্যার চেষ্টা করেছে। আমরা ওদের আর অগ্নি সংযোগ করে মানুষ হত্যা করতে দেব না। ওরা কি বলে মানুষের কাছে ভোট চাইবে। খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য তার কূ-পুত্র তারেক জিয়াও একাধিক মামলার আসামী। ওরা কাকে নিয়ে নির্বাচন করবে? ওদের লজ্জা থাকা উচিৎ। ২০০১ সালে গৌরনদী-আগৈলঝাড়ার হাজার-হাজার লোক পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা রামশীলে আশ্রয় নিয়েছিল, ওদের নির্যাতনে অনেকে ভারতে চলে গেছে। ওরা চোরের দল, আমরা আগৈলঝাড়ার মাটিতে ওদের আর রাজনীতি করতে দেব না। শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাইকেল মালাকার, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমেশ অধিকারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আভা মুখার্জী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহিরী উজ্জ্বল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, আলমগীর শেখ, বিমল বাড়ৈ, নিখিল বৈরাগী, রাজ্জাক শেখ, সান্টু ফকির, রুহুল আমিন, তারেক পাইক, রুপম দাস, জিয়াউর রহমান প্রমুখ। অন্যদিকে একই সময়ে উপজেলার রতœপুর ইউনিয়নের ত্রিমুখী বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু সাইদ মোঃ নুরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ ভূইয়া ও মেহেদী হাসান শাহাজাদা। একই সময়ে বাগধা ইউনিয়নের তালবাড়ী, রাজিহার ইউনিয়নের বাশাইল ভেরিবাধ ও গৈলা ইউনিয়নের রথখোলা বাসস্টান্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।