3:23 pm , February 28, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করে বৃত্তি পেল তয়কা টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সিহাব হোসেন। ঘটনার বিবরনে জানা যায় গতকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুর ২টা অনলাইনে প্রকাশিত হলে মুলাদী উপজেলা বাটামারা ইউনিয়নের জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের এম,এল,এস মোঃ নিজাম উদ্দিন চৌকিদার এর পুত্র সিহাব হোসেন সাধারন কোটার বৃত্তি তালিকায় তার রোল পাওয়া যায়। এতে ঐ এলাকায় লোকজনের মাঝে কৌতূহলের সৃস্টি হয় এবং বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। এ ব্যাপারে মুলাদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হুমায়ূন কবির ছাত্রের পিতাকে মুঠো ফোনে ফলাফলের খবর জানিয়ে ধন্যবাদ দিতে গিয়ে ছাত্রের পিতা জানায় আমার ছেলে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। কিভাবে সে বৃত্তি পেল সেটা আমার জানা নেই। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুর নাহার বিষয়টি সত্য বলে জানিয়েছেন। এ বিষয় মুলাদী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি খতিয়ে দেখতেছি বিকাল ৫টার পরে শিক্ষাকর্মকর্তা জানান সারা বাংলাদেশেই ফলাফলে ভুলক্রটি হয়েছে বিধায় কর্তৃপক্ষ ফলাফল স্থগিত ঘোষনা করছে।