3:17 pm , February 28, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় ধারণাপত্র পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রহিমা নাসরিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, কে এস এ মহিউদ্দিন মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক সমাজ। সকল নাগরিকের প্রযুক্তির সাথে যুক্ত হতে হবে। সকল কাজ ঘরে বসে করার সক্ষমতা তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের নাগরিক।