চরফ্যাশনে ইমাম হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার চরফ্যাশনে ইমাম হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার - ajkerparibartan.com
চরফ্যাশনে ইমাম হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

3:40 pm , February 27, 2023

ভোলা অফিস ॥ ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে  মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শশীভূষন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো :  গ্রেপ্তারকৃতরা হলো : মো: আবু তাহের মাঝি (৫১) ও তার স্ত্রী মোসাম্মৎ  কুলসুম বেগম (৪২)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপঙ্কর দে সঙ্গীয় ফোর্সসহ যাত্রাবাড়ি থানার সার্বিক সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যাকান্ড সংক্রান্ত বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় নুরুল ইসলাম ও তার চাচা আবু তাহের মাঝির পরিবারের মধ্যে মামলা মোকাদ্দমা সংক্রান্ত পাওনা টাকার হিস্যা নিয়ে তর্কের জের ধরে আসামী আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে জখম করে। স্বজনরা ভিকটিমদের প্রথমে চরফ্যাসন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মাওলানা নুরুল ইসলাম মারা যান। এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT