বরিশালে পুলিশের কনষ্টেবল পদে চাকুরির প্রলোভন দেয়া দুই প্রতারক আটক বরিশালে পুলিশের কনষ্টেবল পদে চাকুরির প্রলোভন দেয়া দুই প্রতারক আটক - ajkerparibartan.com
বরিশালে পুলিশের কনষ্টেবল পদে চাকুরির প্রলোভন দেয়া দুই প্রতারক আটক

3:40 pm , February 27, 2023

পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে পুলিশ কনষ্টেবল পদে চাকুরির প্রলোভন দিয়ে অর্থ দাবি করার অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে।বরিশাল জেলা পুলিশ লাইনসে সামনে থেকে সোমবার সকালে তাদের আটক করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।আটকৃতরা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার লেবুবুনিয়া গ্রামের সামসু খা’র ছেলে জলিল খা (৩১) ও ঝালকাঠির রমানাথপুরের আব্দুর রশিদ সরদারের ছেলে শরীফ মেহেদী কাওছার (৩৯)।অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, কনষ্টেবল পদে নিয়োগে বরিশাল পুলিশ লাইনসে প্রাক-বাছাই চলছিলো। কনষ্টেবল পদে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে টাকা দাবি করায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে। মামলায় তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আনা হয়েছে। দুই জনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বাদী এসআই কাজী ওবায়দুল কবির বলেন, ওই দুই আসামী কনষ্টেবল পদে চাকুরি পাইয়ে দেয়ার প্রলোভন দিয়ে ১০/১১ লাখ টাকা দাবি করে। তারা পুলিশ লাইনসের গেটে অবস্থান নিয়ে বিভিন্ন জনকে প্রলোভন দিচ্ছিলো। গোপনে এই সংবাদ পেয়ে দুই জনকে আটক করা হয়েছে।কোতয়ালী মডেল থানায় আসামী শরীফ মেহেদী কাওছার ও জলিল খা দাবি করেন, তারা টাকা নেননি। তাদের চাকুরি পেতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT