3:38 pm , February 27, 2023
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, সহ-সভাপতি আভা মুখার্জী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা ইলিয়াস। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, মাইকেল মালাকার, যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, কৃষি বিষয়ক সম্পাদক রমনীকান্ত সরকার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেড়ী উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিমা নাখ, হোসনেআরা বেগম পেয়ারা, যুগ্ম সম্পাদক লিলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বিউটি হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেসমিন সুলতানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, মহিলা নেত্রী পবিত্র রানী রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুন কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক সৌরভ মোল্লা, আওয়ামী লীগ নেতা হরে কৃষ্ণ হালদার, বজলুল হক হাওলাদার, আশ্রাফ আলী মীর।