জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন - ajkerparibartan.com
জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

3:37 pm , February 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হযেছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য র‌্যালি ও  আলোচনা সভা। র‌্যালিত্তোর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ। বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক প্রশাসন মোঃ শওকাতুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ রেজাউল হাসান বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার পরিসংখ্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT