3:36 pm , February 27, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মার্চের প্রথম সপ্তাহ থেকে বরিশাল নগরীতে শুরু হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম। তবে পন্যের পরিমান বা সংখ্যা বাড়বে কিনা সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। গতকাল সোমবার বিকেলে আজকের পরিবর্তনকে এসব কথা জানিয়েছেন বরিশাল আঞ্চলিক টিসিবি কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল। তিনি বলেন, আজ মঙ্গলবার মাসের শেষ দিন। স্বাভাবিক কারনে ফেব্রুয়ারী মাসে নগরীতে টিসিবির পন্য বিক্রি বা বিতরণ করা সম্ভব হচ্ছে না। তবে নতুন নির্দেশনা এসেছে। সে অনুযায়ী মার্চ মাসের ৫ তারিখের মধ্যে নগরীতে পন্য বিক্রি শুরু করতে পারবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধাপে রমজান মাসের পন্য বিক্রি করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাবনা কম। তিনি আরো বলেন পন্যের দাম পূর্বের মতই রয়েছে। প্রসঙ্গত বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ডে ১০৫ জন ডিলারের মাধ্যমে ফ্যামিলি কার্ডে পন্য বিক্রি করে আসছে টিসিবি। এক একটি কার্ডের মাধ্যমে একজন ক্রেতা ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল,১ কেজি চিনি কিনতে পারছে।