বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী পেল নীলিমা জ্যাকব কলেজের ৪’শ শিক্ষার্থী বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী পেল নীলিমা জ্যাকব কলেজের ৪’শ শিক্ষার্থী - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী পেল নীলিমা জ্যাকব কলেজের ৪’শ শিক্ষার্থী

3:34 pm , February 26, 2023

চরফ্যাশন প্রতিবেদক ॥ চরফ্যাশন উপজেলার নীলিমা জ্যাকব কলেজে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মাসব্যাপী গ্রন্থপাঠ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ৪’শ শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার সকাল ১০টায় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও নীলিমা জ্যাকব কলেজের সার্বিক ব্যবস্থাপনায়, কলেজ মিলনায়তনে এই বই বিতরণ করা হয়। কলেজ অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, চরফ্যাশন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন কুমার ঘোষ, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অভিধানস্বরূপ। একজন শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে সে কখনোই বিপথগামী ও আদর্শচ্যুত হবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই বইটি পড়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা। এ সময় অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র শিক্ষার্থীদের বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য নাম। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের পথ চলার আলোকবর্তিকা। ভবিষ্যতে তোমরাই জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই থেকে একমাস পর কুইজ আকারে প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT