3:28 pm , February 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার এর ৪৩ তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ ফেব্রুয়ারি শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত সম্মেলনে শব্দাবলী গ্রুপ থিয়েটার এর প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পতœী লিপি আবদুল্লাহ। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে সৈয়দ দুলাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী সজল পুনরায় নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের গঠিত পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি ০১ ফারুক হোসেন, সহ-সভাপতি ০২ স্বপন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক সেলিনা এ্যানী, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক জীনাত লীনা, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো: শহীদুল হক এবং নির্বাহী সদস্য ১-৫ যথাক্রমে ললিত দাস, আনোয়ার হোসেন শামীম, তন্দ্রা মল্লিক, মণি আক্তার ও শাহীন তালুকদার। নবনির্বাচিত কমিটি শব্দাবলী গ্রুপ থিয়েটার পরিচালনা করবেন। উল্লেখ্য যে, ১৯৭৮ সালের ০৩ সেপ্টেম্বর বরিশাল শহরে শব্দাবলী গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠিত হয়।