টুটুল চৌধুরীর বড় ভাই মতিউর রহমান চৌধুরীর ইন্তেকাল টুটুল চৌধুরীর বড় ভাই মতিউর রহমান চৌধুরীর ইন্তেকাল - ajkerparibartan.com
টুটুল চৌধুরীর বড় ভাই মতিউর রহমান চৌধুরীর ইন্তেকাল

3:26 pm , February 26, 2023

ফ্রেন্ডস সোসাইটির শোক
নিজস্ব প্রতিবেদক ॥ বিশিষ্ট ঠিকাদার ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীর বড় ভাই ও সড়ক ও জনপথ বিভাগের সাবেক কর্মকর্তা মতিউর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃতুক্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। গত শনিবার রাত ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। রোববার সকাল ১১টায় সড়ক ও জনপথ জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ শেষে মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। মতিউর রহমান চৌধুরীর মৃত্যুত গভীর ও শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন ফ্রেন্ডস্ সোসাইটি বরিশালের সভাপতি এ.এফ.এম আনোয়ারুল হক সাব্বির ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT