ডেন্টালে নতুন পদ পেল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টালে নতুন পদ পেল শের-ই-বাংলা মেডিকেল কলেজ - ajkerparibartan.com
ডেন্টালে নতুন পদ পেল শের-ই-বাংলা মেডিকেল কলেজ

3:25 pm , February 26, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ডেন্টাল ইউনিটের ১২টি বিভাগের ৮টি মেডিকেলে নতুন করে আরও ১৫২টি পদ সৃজন হয়েছে। সেগুলো হলো- রাজশাহী, চট্টগ্রাম, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ, এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর ও শের-ই-বাংলা সরকারি মেডিকেল কলেজ। রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে ৮টি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতে ১৫২টি পদ স্থায়ীভাবে নি¤œবর্ণিত শর্তে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে দেওয়া হলো। শর্তগুলো হলো ১. অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে। ২. অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ হতে বেতনস্কেল ভেটিং করে নিতে হবে। ৩. প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে। ৪. পদ সৃজনে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমোদন গ্রহণ করতে হবে। ৫. ক্যাডার পদ স্থায়ীভাবে সৃজিত হবে এবং সংশ্লিষ্ট কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলের সিডিউলে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনয়ন করতে হবে। ৬. ক্যাডার সিডিউলে বিষয়ভিত্তিক পদনাম সংযোজনের পূর্বে সৃজিতব্য পদে পদায়ন বা পদোন্নতি দেওয়া যাবে না। ৭. পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রদত্ত সব শর্ত চূড়ান্ত জিওতে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। তবে পদের বিষয়ে মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে বিস্তারিত কিছু পাওয়া যায়নি। শের-ই-বাংলা মেডিকেল কলেজেও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT