3:24 pm , February 26, 2023
হযরত মাওলানা কেরামত আলী (রহঃ) মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ সাংস্কৃতিক অনুষ্ঠানে খান মামুন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল সংলগ্ন হযরত মাওলানা কেরামত আলী (রহঃ) মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আয়োজনে অনুষ্ঠিত হলো হামদ,নাদ ও কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। গতকাল রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুল হক খান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে মাদরাসা কর্তৃপক্ষ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের উদ্বোধক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব সাইফুল ইসলাম খাঁন। আয়োজিত হামদ, নাদ-কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদ, বরিশাল সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাদিক হোসাইন, ৭ নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম লিটু তালুকদার। প্রধান অতিথি মাহমুদুল হক খান মামুন বলেন, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি নিজের দক্ষতা অর্জনের জন্য সৎ ভাবে কাজের মাধ্যমেই দেশের একজন সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি নির্বাচিত হবার পর থেকে বরিশালে যত উন্নয়ন হয়েছে তা বিগত কোন সংসদ সদস্যের সময় হয়নি।