4:07 pm , February 25, 2023

বিশেষ প্রতিবেদক ॥ প্রতিমাসের শেষ শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে সাহিত্য আড্ডা সাজিয়ে পথশিশু ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরছে বরিশাল সাহিত্য সংসদ (বসাস)। গত শুক্রবার এমনি আয়োজনে দেখা গেল চমৎকার দৃশ্য। সংগঠনের একজন কর্মী চিৎকার করে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলছেন – একুশে ফেব্রুয়ারি দিনটি সম্পর্কে তোমরা কি জানো সমবেত উত্তর এলো জানিনা। আবার প্রশ্ন করা হলো স্বাধীনতা দিবস সম্পর্কে তোমরা কি জানো এবারও সমবেত উত্তর ‘আমরা জানিনা’। বাংলাদেশের জাতির পিতা কে তোমরা কি তা জানো এবারও সমাবেত উত্তর ‘না’। তাহলে এটা বলতো আমাদের প্রধানমন্ত্রী কে এবার সবাই একসাথে উচ্চারণ করলো ‘শেখ হাসিনা’। এভাবেই পথ শিশুদের নিয়ে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্কে বরিশাল সাহিত্য সংসদের সাহিত্যে কিছুক্ষণ আড্ডা জমে উঠছিল। আড্ডা শেষে ছিলো পথশিশুদের সাথে মিষ্টিমুখের আয়োজন। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল চারটায় বরিশাল সাহিত্য সংসদ এর এই আড্ডার আলোচ্য বিষয় ছিলো ‘কবি জীবনানন্দ দাশ ও ভাষা শহীদের সম্পর্কে পথশিশু ও ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করা এবং কবিতা পাঠ। হাতেগোনা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও সাহিত্যিক আরিফ আহমেদ, সহ সভাপতি কবি শাহিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাকিল মৃধা, সদস্য কবি জিল্লুর রহমান জিল্লুর, সাংবাদিক জেএইচ জুয়েল, আবিদ হোসেনসহ আরো অনেকে। এসময় কবি জীবনানন্দ দাশ ও ভাষা শহীদদের স্মরণে মুক্ত আলোচনা ও তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। সবশেষে পথশিশু ও পার্কে আগত ভ্রমণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনের সদস্যরা। আলোচনার একপর্যায়ে দর্শক সারিতে বসা পথশিশুদের কাছে বাংলাদেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ইত্যাদি বিষয়ে জানার আগ্রহ জাগাতে তাদের প্রশ্ন করা হয়। দেখা যায় উপস্থিত পথশিশুদের মধ্যে কিশোর এবং প্রায় যুবকদের অনেকেই এসব বিষয়ে কিছুই জানেন না। তবে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার নাম জানেন। বরিশাল সাহিত্য সংসদ এই আড্ডার আয়োজন নিয়মিত করার মাধ্যমে পথশিশু ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করে। পার্কে আগত ভ্রমণকারী, ফুল, বাদাম ও চা বিক্রেতা পথশিশু কিশোর ও যুবকরা এতে অংশ নেয়। কিছুটা সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বরিশালের সদস্যরাও।