4:06 pm , February 25, 2023
বিশেষ প্রতিবেদক ॥ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চেয়ে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে তাবলীগ জামাতের তিন দিনের জেলা ইজতেমা শেষ হয়েছে শনিবার দুপুরে। গত বুধবার ফজর নামাজ বাদ বরিশাল মহানগরীর নবগ্রাম রোড সরদার পাড়া এলাকায় ৩দিনের এ জেলা ইজতেমা শুরু হয়। তিন দিনের এ ইজতেমায় বরিশাল মহানগরী ও জেলা ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মুসুল্লীরা অংশগ্রহণ করেন। প্রতিদিনই ফজরের নামাজের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়ে পাঁচ ওয়াক্তিয়া নামাজের পূর্বে ও পরে বয়ানের মাধ্যমে মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দাওয়াত দেয়া হয়। শনিবার ফজরের নামাজের পরে বয়ান শেষে প্রাতরাশ গ্রহণ ও বিশ্রাম শেষে সকাল ১১টা থেকে পুনরায় বয়ান সম্পন্ন হয়। দুপুর ১২টার পরে তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বী হযরত মাওলানা মুফতি মোঃ আবদুল্লাহ দোয়া-মোনাজাত পরিচালনা করেণ। লক্ষাধিক মুসুল্লীর বুক ফাটা কান্নায় বিশাল এলাকায় এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিটের এ মোনাজাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতিসহ তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত হতাহতদের জন্যও দোয়া করা হয়। আখেরি মোনাজাত শেষে বিশাল জামাতের সাথে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে তিন দিনের এ জেলা ইজতেমা শেষ হয়েছে। বরিশালের এ ইজতেমার মাধ্যমে বিপুল সংখ্যক মুসুল্লী ৩দিন থেকে ১২০ দিন বা তিন চিল্লার জামাত নিয়ে আল্লাহর রাস্তায় সাধারন মানুষকে দাওয়াত প্রদানের লক্ষ্যে বের হয়েছেন।