4:03 pm , February 25, 2023
ভোলা অফিস ॥ ভোলায় আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচী পালন করেছে। গতকাল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান কর্মসূচী এবং প্রতিবাদ সভা করেছে। তারা শহরের সদর রোড এবং বরিশাল দালানের সামনে অবস্থান গ্রহণসহ প্রতিবাদ সভা করে। পৃথক দুটি প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শাহ আলী নেওয়াজ পলাশ ও সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। অপরদিক বরিশাল দালানের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মা: ইউনুচ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো: এনামুল হক আরজুসহ শ্রমিক, যুব ও ছাত্রলীগ নেতাকর্মীরা।