উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত - ajkerparibartan.com
উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

4:01 pm , February 25, 2023

বিশেষ প্রতিবেদক ॥ খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে সফল পদযাত্রা করেছে জেলা দক্ষিন ও উত্তর  বিএনপির নেতৃবৃন্দ। জেলা উত্তর বিএনপির পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জয়নুল আবেদীন এবং  দক্ষিণের নেতৃত্বে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। শনিবার সকাল সাড়ে এগারোটায় নগরীর সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু করা হয়। একই সময় একই সাথে শুরু হয়ে পদযাত্রাটি দুই ভাগে বিভক্ত হয়ে উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ ফজলুল হক এ্যাভিনিউ দিয়ে চকবাজার হয়ে প্রধান কার্যালয়ে ফিরে আসে আর দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ জিলাস্কুল হয়ে আমতলার মোড়ে গিয়ে পদযাত্রা সমাপ্ত করে। এর আগে সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে মুখরিত হয় বরিশালের অলিগলি। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন দলীয় কার্যালয়ের সামনে। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সহ সভাপতি জয়নুল আবেদীন ও  যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানান ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবী করেন।
দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সঞ্চালনা করেণ সংগঠনের সদস্য সচিব আবুল কালাম শাহিন।
এছাড়া উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেণ। মহানগরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ্র গ্রহন করে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT