3:59 pm , February 25, 2023
বিশেষ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড হতদরিদ্র মানুষকে স্বচক্ষে দেখাতে ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছেন বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম। এরই ধারাবাহিকতায় তিনি বরিশাল নগরীর ৩০ টি ওয়ার্ড ও ১০টি উপজেলার হতদরিদ্র মানুষকে পদ্মাসেতু দেখার সুযোগ তৈরি করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমধাপে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ১০ হাজার বয়োবৃদ্ধ নারী-পুরুষকে বাস্তবে পদ্মা সেতু দেখার জন্য ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টায় নগরীর গড়িয়ার পাড় এলাকা থেকে ৩০নং ওয়ার্ডের ৩শ’নারী-পুরুষ এবং শিশু-কিশোরদের নিয়ে ৬টি বাস পদ্মা সেতুর উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে গিয়ে পদ্মা সেতু দেখার পর দুপুরের খাবার খেয়ে আবার তারা নগরীতে ফিরে আসাবে বলে জানালেন ভ্রমনকারীদের কয়েকজন।
এভাবে প্রতিদিন একটি করে ওয়ার্ডের ৩শ’নারী-পুরুষ ৬টি বাসে পদ্মা সেতু দেখতে যাবে। ৩০টি ওয়ার্ড থেকে ১০ হাজার নারী-পুরুষ পদ্মা সেতু দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক তাদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন। তিনি আরো জানান, এরপর লোক সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে।
গরিয়ার পাড় থেকে বাস যাত্রা শুরু হবার আগে পদ্মা সেতু দেখতে যাওয়া নারী-পুরুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বক্তৃতা শেষে ফিতা কেটে পদ্মা সেতু দেখতে যাওয়া কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। এসময় আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত বর্ণনা শেষে সবাইকে তা স্বচক্ষে দেখে পুনরায় আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান জাহিদ ফারুক।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন, শুধু নগরী নয়, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকেও একইভাবে সেখানকার অসহায় দরিদ্র নারী-পুরুষকে পদ্মা সেতু দেখতে নিয়ে যাওয়া হবে। তবে নগরী শেষ করার পর তাদেরকে নিয়ে এ কর্মসূচী শুরু করবেন বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীম এমপির ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পদ্মা সেতু দেখতে যাওয়া ভ্রমনকারীরা।