৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অপারেশন কার্যক্রম ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অপারেশন কার্যক্রম - ajkerparibartan.com
৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অপারেশন কার্যক্রম

3:58 pm , February 25, 2023

হেলাল উদ্দিন ॥ ২০২২ সালের জানুয়ারী মাসের নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রনালয়ের। দেশের প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু করতে হবে। যে সভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক নিজেই সভাপতিত্ব করেন। অথচ সভা তথা নির্দেশনার এক বছরের বেশি সময় অতিক্রম হলেও বরিশালে বন্ধ থাকা একটি হাসপাতালেও অপারেশন কার্যক্রম চালু করা হয়নি। তথ্য অনুযায়ী জেলার ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে অপারেশন কার্যক্রম। তাও আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে। আর বিভাগীয় শহর হওয়ায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারনত অপারেশন কার্যক্রম থাকে না। সে হিসাবে জেলার বাকি ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ। কারন হিসাবে জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, যন্ত্রপাতি নষ্ট এবং জনবলের অভাব। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এসব অজুহাত দেখিয়ে অপারেশন বন্ধ রাখা যাবে না। আন্ত: হাসপাতাল পেয়ার (সার্জন ও এ্যানেস্থেসিয়া চিকিৎসকদের সমন্বয়) সৃষ্টি করে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু করতে হবে। ১০ জানুয়ারী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের। কিন্তু সভার এক বছরের বেশি সময় অতিক্রম হলেও বরিশাল জেলায় বন্ধ থাকা কোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু হয়নি। এক্ষেত্রে জেলা ও বিভাগের স্বাস্থ্য কর্মকর্তাদের দাবী মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তাবায়নে তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে ধাপে ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অপারেশন কার্যক্রম শুরু হবে। তথ্য বলছে জেলা শহরের পাশ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জ,গৌরনদী এবং বানারীপাড়া এই ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম সচল রয়েছে। সদর বাদে বাকি ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটিতে প্রতিষ্ঠিত হবার পর থেকে এবং অন্যগুলোতে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন  কার্যক্রম। হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাওছার বলেন, আমি ৫ মাস হয়েছি এই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছি। আমার হাসপাতালে অপারেশন থিয়েটার,যন্ত্রপাতি ও জনবল (ডাক্তার) কিছুই নেই। ৫ মাস ধরে তো বটেই আমার জানামতে প্রতিষ্ঠাকাল থেকে হাসপাতালটিতে ওটি কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি বলেন, মাস দুয়েক আগে মুলাদীর ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) স্যার ফোন করে আন্ত হাসপাতাল সমন্বয় অর্থ্যাৎ আমাদের দুটি হাসপাতালের সমন্বয়ে ওটি কার্যক্রম চালুর বিষয়ে আলাপ করেছিলেন। আমরা আপতত সেই চেষ্টা করছি। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদ আমরুল্লাহ বলেন, তার হাসপাতালে জনবলের অভাবে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতি মাসে তিনি এ বিষয়ে জেলা ও বিভাগীয় কর্মকর্তাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠি লিখে যাচ্ছেন। কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। এদিকে গৌরনদী, বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তাদের নিজ নিজ হাসপাতালে ওটি কার্যক্রম চালু রয়েছে বলে স্বীকার করেছেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান বলেন, তার হাসপাতালে রোগী সাপেক্ষে সপ্তাহে প্রতিদিনই অপারেশন কার্যক্রম হচ্ছে। কোন বিশেষ দিন নয় রোগী থাকলে সব দিনই ওটি করা হয়। অন্যান্য রোগীদের চেয়ে সিজারিয়ানই বেশী হয় বলে জানান তিনি। প্রায় একই কথা বলছেন বানারীপাড়া ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তরা। জানতে চাইলে বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তবে সব প্রক্রিয়া সহজতর নয়। তিনি বলেন, জেলার ৩টি উপজেলা হাসপাতালে ওটি কার্যক্রম সচল রয়েছে। ধীরে ধীরে পেয়ার সৃষ্টি করে অন্যান্য হাসপাতালগুলোতেও অপারেশন কার্যক্রম শুরু করা হবে। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশালে আমাদের মূল সমস্যা হলো জনবল। শুধু এই একটি সমস্যার কারনেই মূলত অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি বন্ধ রয়েছে। জনবল হলে আন্ত: হাসপাতাল সমন্বয় বা পেয়ার সৃষ্টি করে অনেক হাসপাতালে ওটি শুরু করা সম্ভব। আমরা জনবলের বিষয়ে প্রতিনিয়ত মন্ত্রণালয় ও অধিদপ্তর কে তাগিদা দিচ্ছি। আশা করছি খুব দ্রুত এর একটি সমাধান হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT