বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেবো -বরিশালে শান্তি সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেবো -বরিশালে শান্তি সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
বিএনপি বেশি বাড়াবাড়ি করলে কঠিন ভাবে জবাব দেবো -বরিশালে শান্তি সমাবেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

3:57 pm , February 25, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আওয়ামী যুবলীগ এর আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে পাল্টা জবাব দেয়ার হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজের বিষয় তুলে ধরে বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে এ দেশ স্বাধীন করা হয়েছে। আমরা শান্তি সমাবেশ করি এর মানে এটা আমাদের দুর্বলতা না। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। শনিবার বিকালে বরিশাল নগরীর সাগরদী মোড় প্রাঙ্গণ থেকে খন্ড খন্ড মিছিল শুরু হয়ে মিছিলটি শহরের আমতলার মোড় পানির ট্যাংকি বিজয় বিহঙ্গের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, যুবলীগ বরিশাল মহানগর শাখার আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এছাড়াও সমাবেশে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT