এমরান চৌধুরী জামালের ইন্তেকাল এমরান চৌধুরী জামালের ইন্তেকাল - ajkerparibartan.com
এমরান চৌধুরী জামালের ইন্তেকাল

3:17 pm , February 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সাধারন সম্পাদক এমরান চৌধুরী জামাল ইন্তেকাল করেছেন। ইন্নœা লিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রজিউন। শুক্রবার সকাল ৮ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। বাদ জুম্মা বরিশাল জেলা ইজতেমা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর চৌমাথা মারকাস মসজিদ গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার বাবুসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও ওয়ার্ল্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। পরে মরহুমের কফিনে জেলা ও মহানগর আওয়ামীলীগ, সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পারিবারিক সুত্রে জানা গেছে ইমরান চৌধুরী জামাল দীর্ঘ দিন শারিরিক নানা অসুস্থ্যতায় ভুগছিলেন। শুক্রবার সকালে অনেকটা ঘুমের ঘোরে আকস্মিক মৃত্যু ঘটে তার। একজন জনপ্রতিনিধি হিসাবে নিজ এলাকায় যেমন ব্যাপক জনপ্রিয় ছিলেন তেমনি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবেও একজন কর্মীবান্ধব নেতা ছিলেন এমরান চৌধুরী জামাল। মৃত্যু কালে তিনি স্ত্রী  ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT