2:51 pm , February 24, 2023

লালমোহন প্রতিবেদক ॥ ভালা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক তৈরিতে নিরলসভাবে কাজ করছেন। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সংসদ সদস্য শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন এখন বর্হিবিশ্বেও প্রশংসিত। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলেও জানান তিনি। নূরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।