2:39 pm , February 24, 2023

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের ইমামকে গালমন্দসহ মারধর করা হয়েছে। মারধরের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় ইমাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মো. আনোয়ার সরদার (৬৫) নামে এক মুসুল্লী দুই মাস পুর্বে উত্তর শিহিপাশা বাজারের জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফেরদৌসুর রহমানকে একটি মেয়ের সাথে অপত্তিকর অবস্থায় দেখতে পায়। এঘটনার পর মসজিদের সাধারন সম্পাদক লালন খান, কোষাধ্যক্ষ হালিম ও ইউপি সদস্য শামীম ফড়িয়াকে জানানোর পরেও তারা ইমামের কোন বিচার করেনি। যার কারনে প্রায় দুই মাস ধরে মুসল্লী আনোয়ার সরদার ওই মসজিদের ইমামের পিছনে নামাজ পরা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ার সরদারকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিতে গেলে ইমাম মাওলানা ফেরদৌসকে গালমন্দ করে। এই নিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায় মসজিদের ইমামকে মারধর করে আনোয়ার সরদার। এঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে শিহিপাশা বাজারে(গুপ্তের হাট)মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয়রা জরুরী সভা করেন। বৃহস্পতিবার রাতে ইমাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে অভিযুক্ত মুসল্লী মো.আনোয়ার সরদার সাংবাদিকদের বলেন, উত্তর শিহিপাশা বাজারের জামে মসজিদে নিয়মিত নামাজ আদায় করে আসছি। ইমামের অনুপস্থিতিতে মসজিদে ২০০২ সাল থেকে আযান দেওয়াসহ মুসল্লীদের নামাজ পড়িয়ে আসছি। দুই মাস পূর্বে ইমামের একটি অসামাজিক কাজ নিজের চোখে দেখার পরে স্থানীয়দের কাছে বিচার দিয়ে সমাধান পায়নি। তাই ওই ইমামের পিছনে নামাজ পরা বন্ধ করে দিয়েছি। মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম তাজুল ইসলাম বলেন, আমি ঘটনাটি বৃহস্পতিবার জেনেছি। দুই পক্ষকে নিয়ে বসে মীমাংসা করা হবে।
ইউপি সদস্য শামীম হোসেন ফড়িয়া সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি গৈলা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। দ্রুত বসে সমস্যার সমাধান করা হবে। মসজিদের ইমাম ফেরদৌসুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ব্যক্তি হিসেবে কেমন তা এলাকার লোকজনই ভাল জানেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি নিজে অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।